ঢাকাSaturday , 1 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কমরেড মণি সিংহ মেলা উদ্বোধন

প্রতিবেদক
-
January 1, 2022 12:26 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: ঐতিহাসিক টংক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোণা জেলার দুর্গাপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী মণিমেলা। শুক্রবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের বাগিচা পাড়ায় টংক শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলা উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান ও সাবেক সভাপতি কমরেড সহিদুল্লাহ চৌধুরী। এ সময় কমরেড মণি সিংহের একমাত্র পুত্র ডাক্তার দিবালাক সিংহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

একই দিন কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘরও উদ্বোধন করা হয়। শেষে মেলা প্রাঙ্গণে কমরেড মণি সিংহের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গতবছর করোনা মহামারীর কারণে মেলার আয়োজন স্থগিত ছিল। বছর  পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় সীমিত আকারে পৌর শহরের এম. কে. সি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মনি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মেলার আয়োজন করা হয়।

সাতদিন ব্যাপী মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসবাবপত্রসহ নানা জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ৬ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা।

আপনার মন্তব্য করুন