ঢাকাMonday , 21 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

প্রতিবেদক
-
March 21, 2022 7:09 pm
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জে কৃষক মফিজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার বিকালে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে করিমগঞ্জের খুদিরজঙ্গল গ্রামের আবু বাক্কারকে (৪৫) মৃত্যুদণ্ড হারেজ মিয়াকে (৫৫) দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

মামলার এজাহার অন্যান্য সূত্রে জানা গেছে , ২০১০ সনের মে করিমগঞ্জ বাজার থেকে হারেজের সাথে বাড়ি ফিরছিলেন একই গ্রামের কৃষক মফিজ মিয়া (৫৫)। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন তার স্বজনরা। পরদিন সকাল টার দিকে বাড়ির পাশে একটি কালভার্টের নিচে রক্তাক্ত অবস্থায় মফিজের লাশ দেখতে পান স্থানীয়রা৷ পরে পরিবারের লোকজন গিয়ে শনাক্ত করেন। ঐদিন রাতেই আবু বাক্কার হারেজকে সন্দেহ করে থানায় মামলা করেন কৃষক মফিজের ছেলে মো.আলী আকবর।  আলী আকবর জানান, বিভিন্ন বিষয় নিয়ে বাক্কার হারেজের সঙ্গে তার পিতার দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তার বাবাকে হত্যা করেন তারা। 

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শেখ মো. আবদুল্লাহ ২০১২ সালের ১২ অক্টোবর আবু বাক্কার ও হারেজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার মন্তব্য করুন