ঢাকাThursday , 12 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৪০৪ মেট্রিক টন

প্রতিবেদক
-
May 12, 2022 4:09 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ শুরু করেছে উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক

প্রতি কেজি ২৭ টাকা ধরে ক্রয় করা হচ্ছে বোরোধান উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরোধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ। ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. আক্কাস আলী জানান, বছর হাজার ৪০৪ মেট্রিকটন বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি একজন কৃষক মেট্রিকটন ধান দিতে পারবেন। প্রতি কেজি ২৭ টাকা ধরে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈনউদ্দিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।  

বোরোধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন শেষে খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

আপনার মন্তব্য করুন