ঢাকাThursday , 12 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

প্রতিবেদক
-
May 12, 2022 8:08 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। দণ্ডপ্রাপ্ত লিটন (৩৫) ভৈরব পৌর এলাকার ভৈরবপুর উত্তরপাড়ার মো. চুন্নু মিয়ার ছেলে

আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এ সাজা প্রদান করেন

লিটনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে লিটন। মাদক থেকে দূরে রাখতে কিছুদিন আগে ছেলেকে বিয়ে করান মা। এতেও কোন কাজ হয়নি। একপর্যায়ে লিটনকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। এরপর থেকে লিটন প্রায়ই মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করতো। বুধবার বাড়ির টিউবওয়েল বিক্রি করে সেই টাকায় মাদক গ্রহণ করে লিটন। মাদক থেকে ফেরাতে না পেরে অবশেষে ছেলেকে কারাগারে পাঠাতে ইউএনওর  কাছে আবেদন করেম মা শাহেদা বেগম। 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, লিটন ইয়াবা ও গাঁজা সেবন করে। আজ গাঁজাসহ তাকে ধরে আনা হয়। এমন  আবেদন প্রতিদিনই আসে উল্লেখ করে তিনি জানান, সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে সর্বশেষ শাস্তির দাবি নিয়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন মা-বানা।

ছেলে কারাগারে গিয়ে কিছুটা যদি ভালো হয়, এ প্রত্যাশা মা শাহেদা বেগমের। 

আপনার মন্তব্য করুন