বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান রাহুল (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার আগারগাঁও শের–ই–বাংলা নগরস্থ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাজিতপুর ডাকবাংলা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আফজাল হোসেন এমপির শোক
বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান রাহুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন। এক শোক বার্তায় তিনি রাহুলের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।