পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের এক সপ্তাহ পর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে আজ রবিবার দুপুরে পাকুন্দিয়া থানায় একটি মামলাটি দায়ের করা হয়।
অভিযাগ সূত্রে জানা গেছে, নামা সালুয়াদী গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন গত ৮ মে দুপুরে সালুয়াদী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি নামা সালুয়াদী কাঁচা রাস্তার ওপর পৌছামাত্র একই গ্রামের শহরুল্লাহর ছেলে শাহীন ও নাদিম, মৃত আ. রহিমের ছেলে সুজন, শামীম, হৃদয়সহ বেশ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে দা, লোহার রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জসিম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। জসিম উদ্দিনের ডাকচিৎকারে তার ভাবী নাদিরা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় জসিম উদ্দিনের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে ৮জনকে আসামি করে আজ রবিবার পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগটি আমলে নেওয়া হয়েছে।