ঢাকাSaturday , 28 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
-
May 28, 2022 11:05 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
আজ শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে হোসেনপুর উপজেলা। দিনের অন্য ম্যাচে বাজিতপুর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে তাড়াইল উপজেলা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো। আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ভৈরব উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা।
এদিকে বালিকাদের ম্যাচে হোসেনপুর উপজেলাকে ৪-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। জেলার ১৩ টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আগামী ২ জুন শেষ হবে এই প্রতিযোগিতা।
আপনার মন্তব্য করুন