নিজস্ব প্রতিবেদক: ৩ জুনকে ‘জাতীয় পরিচ্ছন্নতা’ দিবস হিসেবে ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ কিশোরগঞ্জ টিম।
আজ রবিবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের হাতে স্মারকলিপি তুলে দেন ‘বিডি ক্লিন’ কিশোরগঞ্জ জেলা টিমের সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘বিডি ক্লিন’ কিশোরগঞ্জ জেলা টিমের উপ সমন্বয়ক আইটি সুপ্রতিক সারাক উৎস, ওয়েলকাম মনিটর নূরুন্নাহার ডলি, উপ সমন্বয়ক লজিস্টিক ইউসুফ মিয়া প্রমুখ।
গত ৩ জুন ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই আবেদন জানিয়ে আসছে সংগঠনটি। সংগঠনটি সারা দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, অভিযানের শুরুতে সচেতন নাগরিক হিসেবে দেশকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার শপথ নেন সংগঠন কর্মীরা। পরে নির্ধারিত অঞ্চলগুলোর বিভিন্ন স্থান থেকে অবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বর্তমানে সংগঠনটিতে ৩৬ হাজার ৪০০ জনের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী কাজ করছেন বলে জানা গেছে।