ঢাকাTuesday , 14 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

প্রতিবেদক
-
June 14, 2022 11:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বন্ধুদের সাথে হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন হাবিবুল্লাহ হাবিব (২৮) নামে এক ছাত্রলীগ নেতা।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্র লীগের আহ্বায়ক ও মারিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু মিলে হাওরে ঘুরতে যান। মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তার সন্ধান করতে পারেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

তার স্বজন ও সহকর্মীরা ঘটবাস্থলে গিয়ে ভিড় জরেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে করিমগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি দল গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জ থেকে আরও চারজন ডুবুরি গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। কিন্তু রাত সাড়ে ১০ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আগামীকাল বুধবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ চালানো হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন