ঢাকাTuesday , 21 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের খাদ্যসামগ্রি বিতরণ

প্রতিবেদক
-
June 21, 2022 5:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার কারপাশা, দামপাড়া ও নিকলী সদর ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে পানিবন্দী মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রি বিতরণ করেন তিনি। প্রতি ইউনিয়নে ১০০ প্যাকেট করে মোট ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রি দেওয়া হয়।

এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, জেলার বন্যার্তদের সাহায্যার্থে ইতোমধ্যে ১৪০ মেট্রিক টন জিআর চাল,  জিআর এর ৪ লক্ষ ৮০ হাজার টাকা, ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে যখন যে চাহিদা পাওয়া যাচ্ছে, সে অনুযায়ী ত্রাণসামগ্রী বরাদ্দ করা হচ্ছে। ত্রাণের কোন সংকট নেই বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন