ঢাকাSaturday , 2 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাগলা মসজিদের ১৬ বস্তায় মিলেছে ৩ কোটি ৬০ লক্ষাধিক টাকা

প্রতিবেদক
-
July 2, 2022 6:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলেছে তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। আজ শনিবার দিনব্যাপী গণনা শেষে তথ্য পাওয়া গেছে

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নগদ টাকা ছাড়াও স্বর্ণালংকার বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে

এবার তিন মাস ২০ দিন পর খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। আজ শনিবার সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে চলে বিকাল সোয়া টা পর্যন্ত

গণনায় অংশ নেন ১৯৬ জন কর্মী। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১১২ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ৩৪ জন কর্মচারী রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তাকর্মচারী

প্রথমে ৮টি সিন্দুকের টাকা ১৬টি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. গোলাম মোস্তফার তত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ পরিচালনা কমিটি জেলা প্রশাসনের কর্মকর্তারা গণনা তদারকি করেন

এর আগে গত ১২ মার্চ দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩ কোটি ৭৮ লক্ষ ৫৩ হাজার ২৯৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। গতবারের তুলনায় এবার ১৮ লক্ষ ২২ হাজার ৮৮০ টাকা কম পাওয়া গেছে।

আপনার মন্তব্য করুন