ঢাকাMonday , 18 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে নার্স রিমার মৃত্যুরহস্য উদঘাটনে ইউনাইটেড হাসপাতালের পরিচালক তিনদিনের রিমান্ডে

প্রতিবেদক
-
July 18, 2022 1:36 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক সেন্টারে নার্স রিমা প্রামাণিকের মৃত্যুরহস্য উদঘাটনে হাসপাতালের পরিচালক হানিফুর রহমান সুমনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকালে কিশোরগঞ্জ ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারক কিশোর দত্ত রিমান্ডের আদেশ দেন।।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১২ জুলাই বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব সরকার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মৃত রিমা প্রামাণিকের বাবা সেন্টু প্রামাণিক গত ১২ জুলাই দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফুর রহমান সুমনকে। মামলার এজাহারে আসামি হিসেবে নার্স লিজা আক্তারের নামও রয়েছে।

উল্লেখ্য, এ হাসপাতাল থেকে গত ১১ জুলাই নার্স রিমার মরদেহ উদ্ধার করা হয়। রিমা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে।

রিমার বড় বোন তনিমা প্রামাণিক জানান, রিমা দুই বছর ধরে এই হাসপাতালে নার্স হিসেবে কাজ করছেন। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল সে। ৯ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে বাড়ি থেকে কর্মস্থলে ফেরেন রিমা। ১১ জুলাই ভোরে হাসপাতাল থেকে ফোন করে তাকে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছেন।

তনিমা আরও জানান, তিনি গিয়ে রিমার গলায় দাগ দেখতে পান। বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হয়েছে।

মামলার বাদী নিহত রিমার বাবা সেন্টু প্রামাণিক বলেন, ‘হাসপাতালের বিছানায় রিমার মরদেহ পড়ে ছিল। সে যদি ঝুলে আত্মহত্যা করে থাকে, তাহলে পুলিশের উপস্থিতি ছাড়া তারা কেন মরদেহ নামাল?’ তাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ।

তিনি এর বিচার দাবি করেন।

আপনার মন্তব্য করুন