নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (বিশেষ ধাপ-২য়) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা রক্ষায় একটি ব্যাটালিয়নের ৩০০ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তার মধ্যে পদ্মা সেতুর টোলপ্লাজায় ৩৭ জন সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, বর্তমানে ৪ হাজার ৯৮৩ টি গার্ডে ৫৩ হাজার ৩৬৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এ কে এম জিয়াউল আলম আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা সদস্যরা র্যাবেও দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত ৬৬০ জন সদস্য র্যাবের বিভিন্ন পদে রয়েছেন। তিন পার্বত্য জেলায় ৭ হাজার ৮৮৭ জন সদস্য কাজ করছেন। ঢাকা মহানগরীসহ অন্যান্য মহানগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকের মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কিশোরগঞ্জ জেলা কমান্ট্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা খানম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহমেদ সরকার প্রমুখ।
৭০ দিনের এ মৌলিক প্রশিক্ষণে ২১২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্যারেড শেষে কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ড্রিলে প্রথম স্থান অর্জন করেন মো. আব্দুর রহমান, ফায়ারিংয়ে প্রথম স্থান অর্জন করেন মিনহাজ আলী সিয়াম এবং চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন আব্দুর রহমান।