হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়” স্লোগানে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল অফিসার এমসিএইচ–এফপি ডা. মাহমিমা ইসলাম শিখা এর সভাপিতত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. দেবাঞ্জন পণ্ডিত, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মতিউর রহমান, পরিবার পরিকল্পনা পরির্শদক শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য ছয়জনকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।