ঢাকাFriday , 22 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
-
July 22, 2022 5:16 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে টার দিকে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের রায়খলা সতেরদ্রোন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে মো.হুয়ামুন কবীর (৩৫) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে নিহত হন। তিনি রায়খলা গ্রামের  সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে।

কটিয়াদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার জেরে আজ শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন। পরে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানের ৩০ রাউন্ড ফাঁকা গু‌লি ছুড়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন