ঢাকাWednesday , 27 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

প্রতিবেদক
-
July 27, 2022 10:46 pm
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জৈবিক চাষাবাদ পদ্ধতি, বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন সবজি চাষের পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর উপর ২২টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উল্লেখ্য, আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।

আপনার মন্তব্য করুন