নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলার এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা কালেক্টরেট সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়। এতে আব্দুল হেকিমকে সভাপতি ও আজহারুল ইসলাম ফকির রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. সুরুজ মিয়া ও মো. জাহাঙ্গীর আলম শহীদ, সহ সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও মো. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম (শরীফ), সহ সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মাহবুব আলম, প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আশরাফ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান রুবেল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চন্দন কুমার সাহা, কার্যকরী সদস্য মো. আব্দুল কদ্দুস, মো. জহিরুল হক উজ্জ্বল, মো. ফেরদৌস আহমেদ স্বপন, রুমিন মিয়া, এম এ ছালাম, এমদাদুল হক ও আখেরুল মোমেনিন বাবু।
২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী তিনবছর দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।