ঢাকাTuesday , 20 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে আজ ঈদ, খোলা মাঠে হচ্ছেনা ঈদজামাত

প্রতিবেদক
-
July 20, 2021 11:47 am
Link Copied!

সিঙ্গাপুর থেকে ইয়াসিন আরাফাত: সিঙ্গাপুরে আজ ঈদ। সিঙ্গাপুরের মুসলমান আর প্রবাসী মুসলমানরা ঈদুল আযহার জামাত এবার খোলা মাঠে আদায় করতে পারছেননা। করোনা মহামারীর কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে সকলকে। 

এখানকার প্রতিটি ডরমেটরিতে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কক্ষে ঈদুল আজহার নামাজ  আদায় করছেন তারাখোলা মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে সিংগাপুর স্বাস্থ্য মন্ত্রানালয়ের বিধিনিষেধ রয়েছে 

সিংগাপুর শিপইয়ার্ডে কর্মরত সাদেক নামে এক প্রবাসী বাংলাদেশি জানান, করোনার কারণে দুই বছর ধরে ঈদের নামাজ খোলা মাঠে জমায়েত হয়ে আদায়  করতে পারছিনানিজ নিজ কক্ষে স্বাস্থ্যবিধি মেনে কয়েকজন মিলে ঈদের নামাজ  আদায় করেছি নির্মাণ সংস্থায় কর্মরত আবু সায়েম  জানান, দীর্ঘ প্রায় ১৮বছর ধরে সিঙ্গাপুরে আছি। কিন্তু করোনার কারণে আমরা দুই বছর ধরে নিজ নিজ ডরমেটরির কক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করছি

সিঙ্গাপুর সরকার শ্রমিকদের প্রতি সর্বদাই সহনশীল। মাহবুব  আলম জানান, করোনা ভাইরাসে সারা বিশ্ব যেখানে থমকে গেছে, সেখানে সিঙ্গাপুর সরকার আমাদেরকে তিন বেলা খাবার  দিয়েছে, চিকিৎসা দিচ্ছে। শুধু তাই নয়, লক ডাউনে বসে থেকে দীর্ঘ সাত মাস আমরা  বেসিক  বেতনও পেয়েছি।

আপনার মন্তব্য করুন