সিংগাপুর থেকে ইয়াছিন আরাফাত: সিঙ্গাপুরে গত ২৪ ঘন্টায় ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬২ হাজার ৯৮১ জন। আর করোনায় মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।আক্রান্তদের বেশিরভাগই অন্য দেশ থেকে আসা বলে জানা গেছে।
সিঙ্গাপুর সরকার করোনা মোকাবিলায় ব্যাপক উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এখানকার প্রতিটি নাগরিকই সঠিকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। সিঙ্গাপুরে প্রতি সাতদিন পর পর প্রতিটি নাগরিককে সোয়াবটেস্ট (নাকের ভিতর থেকে নমুনা সংগ্রহ) করা হয়।
সিঙ্গাপুরে প্রতিটি ডরমেটরিতে চিকিৎসক ও নার্স দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। অন্য দেশ থেকে যারা সিঙ্গাপুরে কাজ করছেন, তারা এখানকার স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে চিকিৎসক ও নার্সদের আচরণ খুবই বন্ধুবৎসল।