ঢাকাMonday , 20 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিবেদক
-
March 20, 2023 5:40 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত  অনূর্ধ্ব১৬  বালক বালিকাদের অ্যাথলেটিক্স গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে

শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ৭টি বিদ্যালয়, ২টি একাডেমির ৮০ জন  বালকবালিকা অংশ নেয় মোট ১৪টি ইভেন্টের মধ্যে ৭টি ইভেন্টে প্রথম স্থান, ৫টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং ৬টি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়ন স্কুল হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয় ৩টি ইভেন্টে প্রথম, ৩টি ইভেন্টে দ্বিতীয়   ২টি ইভেন্টে তৃতীয়  পদক পেয়ে দ্বিতীয় স্থান পায় আজহার একাডেমি এছাড়া ১টি ইভেন্টে প্রথম ১টি ইভেন্টে দ্বিতীয় পদক পায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২টি ইভেন্টে ১ম স্থান ১টি ইভেন্টে ৩য় স্থান আর্জন করে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ১টি ইভেন্টে ১ম ১টি ইভেন্টে ৩য় হয় কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ২টি ইভেন্টে ২য় ৩টি ইভেন্টে ৩য় হয়ে পদক পায় কিশোরগঞ্জ সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (এসভি)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুর রহমান কাজল ও কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি এ. কে এম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় গ্রামীণ ক্রীড়ার মধ্যে ছিল মোরগ লড়াই ও দড়িলাফ খেলা। ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আরজাত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম আব্দুল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুল আলম খান শামীম, রিপেল হাসান, মো. রুহুল আমীন ও সুমন মিয়া।

আপনার মন্তব্য করুন