ঢাকাWednesday , 12 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ৪১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
-
April 12, 2023 5:04 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয় দুটি সিএনজিচালিত অটোরিকশা।

বুধবার ভোরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, ভৈরব পৌরসভার জগন্নাথপুরের বিনি বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে দুটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো ৯টি বান্ডিলে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার নয়াদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে সোলায়মান হোসেন (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর (ধানারাজপুর) গ্রামের ফজু মিয়ার ছেলে মামুন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দাইরাদী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম (৬৬)।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন