ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ৮০০ বিধবার মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি অব বাংলাদেশ।
আজ শুক্রবার বিকালে হাজী আসমত আলী বালিকা শিশু এতিমখানার এতিম শিশুদের মায়েদের মাঝে সংস্থার দেশীয় সহযোগী সংগঠন নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) এর মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেককে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ৩ কেজি ছোলা, ৩ কেজি মশুর ডাল, ৩ কেজি খেজুর, ২ কেজি চিনি, ১ কেজি লবণসহ মোট ৪২ কেজি ইফতারসামগ্রীর প্যাকেট তুলে দেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর।
এতিমখানা চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী, কাতার চ্যারিটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মো. জসীম উদ্দিন, গ্রীণ সার্কেল ফাউন্ডেশনের প্রতিনিধি নাজমুল হোসেন কাউসার, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ্, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব প্রমুখ।