ঢাকাSaturday , 15 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
-
April 15, 2023 3:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে শহরের বত্রিশ নতুল পল্লী সড়কে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধন থেকে বেশ কিছু দাবি জানানো হয়। এরমধ্যে প্রামাণিক বাড়ির দিঘী, রথখলার দিঘী, সুইপার কলোনী সংলগ্ন পুকুর, বিন্নগাঁও মঙ্গল সাহা বাড়ি সংলগ্ন পুকুর, বত্রিশ নতুন পল্লী নিরালা বাড়ি পুকুর, নগুয়া চৌরাস্তা মোড় সংলগ্ন পুকুর রক্ষার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং যে পুকুরগুলো ভরাট করা হচ্ছে, সেগুলো পুনঃখনন করা, রথখলার মাঠ ও পুকুরপাড়ে গড়ে উঠা অবৈধ দোকান পাট উচ্ছেদ এবং পুকুর খনন করা, অর্ধেক ভরাট করে ফেলা পুকুরগুলো পুনরায় খনন এবং ঘাট নির্মাণ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়া নরসুন্দা নদীতে যারা ময়লা আবর্জনা ফেলছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ সাদী, বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য করুন