ঢাকাMonday , 17 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ছুরিকাঘাতে মুদি দোকানি খুন

প্রতিবেদক
-
April 17, 2023 12:34 am
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুরিকাঘাতে মো. শরীফ (২৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) রাত ৯ টার দিকে নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে ঘটনাটি ঘটে।

নিহত মো. শরীফ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে। অভিযুক্ত লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই দিন আগে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে মুদি দোকানি শরীফের দোকানে কিছু মালামাল কিনতে আসেন লিয়ন। মালামাল কিনে যাওয়ার সময় দেখেন তার হাতের বাটন মোবাইলটি নেই। তখন লিয়ন মুদি দোকানি শরীফকে দোষারোপ করেন যে, তার মোবাইলটি শরীফ লুকিয়ে রেখে। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মাধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে রবিবার রাত ৯টার দিকে দোকানে গিয়ে মুদি দোকানি শরীফকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় লিয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনার সময় বাজারে তেমন লোক ছিলনা। কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযুক্ত লিয়নকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন