ঢাকাThursday , 27 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে এবারও কৃষকের ধান কেটে দিল যুবলীগ

প্রতিবেদক
-
April 27, 2023 3:37 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে এবারও কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিকলী সদর হাওরে কৃষক বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপন বলেন, কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কেন্ত্রীয় যুবলীগের নির্দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে জেলা যুবলীগ নিকলী উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কৃষক বিল্লাল ভূইয়া যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার প্রকৃতপক্ষেই যে জনদরদী, সেটা আজ প্রমাণিত।

সময় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, এডভোকেট স্বরমিন, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, মোল্লা খায়রুল নোমানী, মোক্তার হোসেন মুক্তার, আরিফুল ইসলাম বারি, কিশোরগঞ্জ পৌরসভার নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজ মিয়া প্রমুখ অংশ নেন

উল্লেখ, করোনার সময় থেকে প্রতিবছরই জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে নজির স্থাপন করেছেন।

আপনার মন্তব্য করুন