ঢাকাThursday , 27 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
-
April 27, 2023 4:09 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজারে সন্ত্রাসীদের হামলায় দোকান পাট ভাঙচুর লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর নতুন বাজার মোড়ে দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী  মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন হোসেনপুর নতুন বাজারের ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচিতে দোষীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর দৌলত মিয়া, ব্যবসায়ী আওলাদ হোসেন, আবুল কালাম, হাসান রেজা বাবু, জামাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে হোসেনপুর উপজেলা সদরের ধূলিহর গ্রামের কতিপয় সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন বাজারের দোকান পাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় পৌর এলাকার দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার ব্যবসায়ী সৈয়দ হোসেনের পুত্র হাসান রেজা বাবু বাদী হয়ে ৩০ জনকে অভিযুক্ত করে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আপনার মন্তব্য করুন