নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শিশু অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু বাক্কারকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, ২০০৭ সালের ২২ ডিসেম্বর করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর এলাকা থেকে একটি শিশুকে অপহরণ করেন আবু বাক্কার (৫২)। শিশুটিকে নিয়ে পালানোর সময় কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে শিশুটির পিতা জামাল উদ্দিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন। আসামি আবু বাক্কার জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। আদালত মামলাটির বিচার প্রক্রিয়া শেষে পলাতক আবু বাক্কারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য, আসামি আবু বাক্কার একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, রায়ের পর দীর্ঘদিন যাবত আসমি পলাতক থাকায় বিষয়টি র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের নজরে আসে এবং র্যাব তাকে গ্রেফতারে তৎপরতা চালায়। র্যাব আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়।
সাজা থেকে বাঁচতে আসামি বিভিন্ন জায়গায় তার বেশ পরিবর্তন করে দীর্ঘ ১৫ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন বলে র্যাব জানায়।
গ্রেফতারের পর আসামিকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।