নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ মে) শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বাসদ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা সুইটমিট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।