নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য স্মরণে কিশোরগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আজ বৃহস্পতিবার বিকালে জেলা পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে শোকসভার আয়োজন করে।
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
শোকসভায় বক্তারা বলেন, পঙ্কজ ভট্টাচার্য বিভিন্ন ফর্মে রাজনীতি করেছেন। কিন্তু তার মূল সুর কখনও পরিবর্তন হয়নি। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ধর্ম নিরপেক্ষ, শোষণহীন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাই ছিল তার সারা জীবনের সাধনা। এ লক্ষ্যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন।
শোকসভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট বিজয় শংকর রায়, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান মুক্তু, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা বাসদের আহ্বায়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, স্পেশাল পিপি এডভোকেট আতাউর রহমান, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, শহীদ টিটো স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ডা. সুশীল কুমার শীল, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা মোস্তফা কামাল, আলফাজ উদ্দিন দীপু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, নারীনেত্রী ফৌজিয়া জলিল ন্যান্সী, চন্দ্রা সরকার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন।