ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সপো মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১ম বিভাগ ক্রিকেট লীগ।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (৫ মে) বিকাল চারটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট লীগ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেট উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম ফরহাদ চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুষ্ঠুভাবে ক্রিকেট লীগ সম্পন্ন করতে বিসিবির সাবেক পরিচালক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ইতোমধ্যে এক্সপো গ্রুপকে স্পন্সর হিসেবে নির্বাচিত করে জেলা প্রশাসকের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।
এক্সপো মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ১ম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন দলকে নগদ এক লক্ষ টাকা ও রানারআপ দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সুষ্ঠুভাবে ক্রিকেট লীগ সম্পন্ন করতে সাংবাদিকেদের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হোসেন সারোয়ার লিটনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চারটি গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে মোট ১৬টি দল খেলায় অংশ নেবে।