নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে জিসাদ রহমান (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। শুক্রবার (৫ মে) জুমার নামাজের পর দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিসাদ রহমান ময়মনসিংহের নান্দাইল পৌরসদরের ভূইয়া পাড়া গ্রামের মৃত আবুল ইসলামের ছেলে। সে নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সাথে জিসাদ রহমান জুমার নামাজ পড়তে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসেন। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাদুল্লারচর নামক স্থানে পৌঁছলে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই জিসাদ রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।