নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল গ্রামের রাকিবুল হাসান রাকিব হত্যামামলার সন্দেহভাজন আসামি নাদিয়া আক্তারকে (১৪) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোরে সদর উপজেলার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, কড়িয়াইল গ্রামের বাবুল মিয়ার ছেলে রাকিবুল হাসান রাকিব (১৭) প্রায় ১০ মাস যাবত পার্শ্ববর্তী দামপাড়া গ্রামের আব্দুল্লাহর পোল্ট্রি ফার্মে কাজ করতো। গত ৪ মে সকাল ৭ টার দিকে পোল্ট্রি ফার্মের পাশে আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ঘটনার পরদিন তার মা রহিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন। ঘটনার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্তসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে সদর উপজেলার দামপাড়া গ্রামে অভিযান চালিয়ে নাদিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। নাদিয়া দামপাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ভিকটিম রাকিবের সঙ্গে নাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরে। এ বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হয়। এর জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার যোগসূত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।
পরে গ্রেফতার নাদিয়াকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।