ঢাকাWednesday , 10 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সিডিল ও গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
May 10, 2023 12:07 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর গ্রামের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযানটি চালায় র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি অভিযান চালিয়ে শরীয়তনগর গ্রামের রতন মিয়ার ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর গ্রামের বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৪৫) ও নরসিংদী জেলা সদরের আসমান্দীর চর গ্রামের তাহের এর ছেলে আব্দুল্লাহেল কাফি জাকারিয়া (৩৯)।

 

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন