ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে জনগণের অংশগ্রহণে জবাবদিহিতামূলক মতবিনিময় সভা

প্রতিবেদক
-
মে ১০, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে জনগণের অংশগ্রহণে জবাবদিহিতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জাফরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম। সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাহানুল ইসলাম শানাল, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা তানভীর আহমেদ, সমাজসেবক আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন মাস্টার প্রমুখ।

ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আবু সাদাৎ মো. সায়েম বিগত দিনে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতে ইউনিয়নকে কিভাবে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।

এ সময় উপস্থিত সহস্রাধিক নারী-পুরুষ স্লোগান দিয়ে এবং হাত তুলে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য করুন