নিজস্ব প্রতিবেদক: ঝড়ে ধসে পড়া একটি ভবনে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার।
বুধবার বিকালে কিশোরগঞ্জসহ আশেপাশের এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। ঝড়ে গাইটাল
সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকার একটি ভবন ধসে পড়ে। এতে ভিতরে আটকা পড়েন কামাল খান (৪৯) নামে এক ব্যক্তি। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, ভবন ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ১২ মিনিট কাজ করার পর ভবনের নিচে আটকে থাকা কামাল খানকে জীবিত উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি নেত্রকোণা জেলায়।
আপনার মন্তব্য করুন