ঢাকাFriday , 12 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাইপগানসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
May 12, 2023 1:33 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা পাইপগানসহ দুজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সাহিতপুর এলাকায় অভিযানটি চালায়।

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহিতপুর এলাকায় দুজন অস্ত্রধারী লোকের অবস্থান সম্পর্কে জানতে পারে র্যাব। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি অভিযান চালায়। অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান, একটি মোবাইল ফোনসেট ও দুটি সীমকার্ডসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন সাহিতপুর গ্রামের মৃত আরাধন বর্মণের ছেলে সুব্রত বর্মণ (২৮) ও একই গ্রামের মৃত সতিষ চন্দ্র বিশ্বসর্মার ছেলে রিপন চন্দ্র বিশ্বসৰ্মা (৩৫)।

র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন