হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্ষণ মামলার আসামি মোশারফ হোসেনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার চরহাজীপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গত ১২ মে বিকালে একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন ধর্ষণ করেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার আসামীকে সোমবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন