ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে তক্ষকসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
মে ১৯, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে তক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয়চক্র দেশের বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী শিকার করে পাচারের জন্য বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের দলটি করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিরল প্রজাতির একটি তক্ষক ও দুটি মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন করিমগঞ্জ উপজেলার উজান ভরাটিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোস্তাকিম (৩২) ও আশুতিয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে মানিক (৫০)।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তক্ষকটি সিলেট থেকে ছয় লক্ষ টাকায় বিক্রির জন্য সংগ্রহ করেছিল বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন