ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের চেসিসের ভিতর ইয়াবা পাচারকালে দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
মে ১৯, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: মিনি ট্রাকের ভিতর ইয়াবা পাচারকালে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনে বিশ্বরোডগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় একটি মিনিট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে চেসিসের ভিতর রাখা ২৬৭০০ পিস ইয়াবা, ৬০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট ও নগদ দুইহাজার টাকা জব্দ করা হয়। অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়িপুকুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা (২ নং ওয়ার্ড) এলাকার আনোয়ার হোসেনের ছেলে হেফাজ উদ্দিন (২২)।

 

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে মর্মে স্বীকার করেছেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন