ঢাকাSaturday , 20 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে চাল চাওয়া নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তি খুন

প্রতিবেদক
-
May 20, 2023 6:44 pm
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাত রান্না করতে চাল চাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিক্ষপের শাবলের আঘাতে রতন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন

আজ শনিবার সকাল সোয়া টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে ঘটনা ঘটে

নিহত রতন মিয়া দক্ষিণপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়া গ্রামের কলিম উদ্দিনের মেয়ে শিখা বাড়িতে রান্না করার জন্য চাল শেষ হয়ে যাওয়ায় প্রতিবেশি রতন মিয়ার বাড়িতে কিছু চাল চাইতে যায় নিয়ে রতন মিয়ার স্ত্রী শান্তা বেগমের সঙ্গে শিখার কথা কাটাকাটি হয় এর জের ধরে কলিম উদ্দিন তার মেয়ে শিখাসহ কয়েকজন মিলে রতন মিয়াকে মারধর এবং এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করেন এতে রতন মিয়া গুরুতর আহত হন স্থানীয় লোকজন রতন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিকাল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।

আপনার মন্তব্য করুন