করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচে তার লাশ পাওয়া যায়।
নিহত শরীফ (২৩) করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেতুর নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরিবারের লোকজনও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত শরীফের বড় ভাই কালাচান জানান, তার ছোট ভাই শরীফ রবিবার দুপুরে কিশোরগঞ্জ সদরের লতিফপুর থেকে অটোরিকশাটি কিনেছিল। বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি। আজ সোমবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশটি পায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথায় আঘাতের পরিমাণটা বেশি বলে জানান তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, নিহতের মাথা থেতলানো ছিল। যাত্রীবেশি দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।