আদালত প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা হয়েছে।
আজ বুধবার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খান মামলাটি গ্রহণ করে কিশোরগঞ্জ মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বার বার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকি দেশের জনগণের মাঝে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। এরূপ বক্তব্যের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নির্বাচিত বৈধ সরকারের প্রতি দেশের নাগরিকদের বিদ্রোহী করে তোলার চেষ্টা করা হয়েছে।
মামলায় ছয়জনকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শহিদুল আলম শহিদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সৈয়দ শাহজাহান, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট এ. কে. এম আমিনুল ইসলাম চুন্নু ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ আওলাদ।
উল্লেখ্য, গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন।