ঢাকাSunday , 28 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
-
May 28, 2023 2:50 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আব্দুল্লাহ ওরফে জুয়েল মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবের গাজীরটেক সেতুর ওপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযানা চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আব্দুল্লাহ ওরফে জুয়েল মিয়াকে গ্রেফতার করে। তিনি ভৈরব উপজেলার চান্দেরচর মানিকদী এলাকার মৃত সরাফত আলী ওরফে রহমত আলীর ছেলে।

এ ব্যাপারে এসআই (নি🙂 আব্দুর রহমান ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার আব্দুল্লাহ ওরফে জুয়েল মিয়া ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ভৈরব থানায় পাঁচটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় দুটি ও সরাইল থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত বিদেশি পিস্তল ও গুলি দ্বারা বিভিন্ন এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরণের অপরাধ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া সম্প্রতি ভৈরবের কালিকাপ্রসাদ বিসিক এলাকায় সংঘটিত দস্যুতাসহ হত্যা মামলায়ও তিনি সম্পৃক্ত বলে পুলিশের দাবি।

আপনার মন্তব্য করুন