ঢাকাMonday , 29 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
-
May 29, 2023 8:59 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. রতন মিয়া (২৯) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।

মাটি ব্যবসায়ী মো. রতন মিয়া মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মুসলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রতন মিয়া চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অবৈধভাবে নদের পাড় থেকে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী রতনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন