নিজস্ব প্রতিবেদক: ধানের কুড়া, ভেজাল ও মানহীন পণ্য দিয়ে মশলা তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ মে) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজামান রিপন রাইস মিলে (পরিচালক কাছুম মিয়া) এ অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজামান রিপন রাইস মিলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে মসলা তৈরির ভেজাল উপাদান পাওয়া যায়। মিলে মরিচ, হলুদ, ধনিয়া তৈরিতে ভেজাল, খাদ্য অনুপযোগী, মানহীন, গুড়ো করা ধানের কুড়া পাওয়া যায়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মিল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পরে জনসম্মুখে ভেজাল মসলা ধ্বংস করা হয়। এছাড়াও জেলা সদরের সতাল এলাকার রাজু স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য এবং প্রসাধনী রাখার দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন জেলা পুলিশের উপপরিদর্শক আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল।