নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে শব্দ দূষণের দায় পাঁচটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের দায়ে পাঁচটি যানবাহনকে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী এতে সহযোগিতা করে।
এ সময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।