ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বিদ্যুতের তারে ঝুলছিল শ্রমিকের মরদেহ

প্রতিবেদক
-
জুন ২, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হাদী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচুড়ামালিমারা এলাকার ফরজুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় কাজ করতে বিদ্যুৎ লাইনের খুটিতে উঠেন শ্রমিক আব্দুল হাদী। কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন চালু ছিল। আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেওয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে যান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ছয় সদস্যের একটি দল গিয়ে তাকে নামিয়ে আসেন। পরে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন