তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক এক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হাফেজ নকিব খাঁন (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিকালে কিশোরগঞ্জ–তাড়াইল সড়কের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফেজ নকিব খাঁন (২০) উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের আনোয়ার খাঁনের ছেলে। পেশায় তিনি কৃষিজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তিনি। ঘোষপাড়া মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নকিব খাঁন। এলাকাবাসী তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালানোর সময় গতিবেগ বেশি এবং মাথায় হেলমেট ছিলনা বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ নকিব খাঁন সকালে বাড়ি থেকে বের হয়ে হোসেনপুরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তাড়াইল থানার উপপরিদর্শক সুলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।