নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক রথখলা ময়দান ও পুকুর রক্ষার দাবিতে পথসভা করেছেন পরিবেশবাদীরা। রবিবার সন্ধ্যার পর শহরের পুরানথানা মোড় ও বড় বাজার তেরিপট্টি মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
রথখলা ময়দান থেকে পরিবেশবাদীরা মাইকিং করে গৌরাঙ্গ বাজার হয়ে পুরানথানা মোড়ে যান। সেখান থেকে বড় বাজার তেরিপট্টি মোড়ে গিয়ে পথসভা শেষ করেন।
এতে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, এডভোকেট শেখ ফারুক আহাম্মদ, প্রভাষক শহীদুল ইসলাম রুবেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, প্রভাষক কামরুজ্জামান রানা, প্রভাষক সোহাগ মিয়া, তানভীর হাসান, কবিরুল ইসলাম গোলাপ প্রমুখ।
অপরদিকে একই দাবিতে সোমবার সকালে রথখলা ময়দান থেকে শোভাযাত্রা এবং বিকালে রথখলা ময়দানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
আপনার মন্তব্য করুন