তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দারের অর্থায়নে কিশোরগঞ্জের তাড়াইলে বেকার ও দুস্থ নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার সকালে পূর্ব সাচাইল গ্রামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনার ধারাবাহিকতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে তাড়াইল ও করিমগঞ্জের প্রান্তিক, দরিদ্র, হতদরিদ্র ও বেকার নারী জনগোষ্ঠীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মোহাম্মদ মাহফুজুল হক হায়দার ব্যক্তিগতভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেন।
এই কর্মসূচির আওতায় রয়েছে সেলাই, ব্লক বাটিক ও হ্যান্ড পেইন্টিং শিখন। প্রকল্পে নারী প্রশিক্ষক শেখ সোমা ফ্রি প্রশিক্ষণ প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি সাফায়েত মাহমুদ আকাশ প্রমুখ।
প্রতি ব্যাচে ৩০ জন করে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে পুরো উপজেলাতেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।